অতিরিক্ত মহাপরিচালক (অর্থ)-এর কার্যালয়

১৬, আব্দুল গণি রোড, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা।

উদ্দেশ্য ও কার্যাবলীঃ

অতিরিক্ত মহাপরিচালক (অর্থ ) বাংলাদেশ রেলওয়ের অধীনস্থ দপ্তরসমূহের আর্থিক সকল কার্য সম্পাদন করে থাকে।

এছাড়াও ডিজিটাইলেজেশন এর মাধ্যমে গুনগতমানসম্পন্ন হিসাব প্রণয়নে সরকারী সিদ্ধান্ত বাস্তবায়নকল্পে সহযোগিতা প্রদান করে থাকে।

এই কার্যালয়ের কার্যাবলী ও সেবা সমূহের বিবরনঃ

১। মহাপরিচালক ও তাঁর অধিনস্থ দপ্তর সমূহকে বিভিন্ন আর্থিক বিষয়ে পরামর্শ প্রদান।

২। রেলওয়ের অনুন্নয়ন বাজেট,বৈদেশিক বিনিময় বাজেট প্রক্রিয়াকরণ।

৩। রেলওয়ের আয় ও ব্যয়ের পর্যালোচনা।

৪। মহাপরিচালকের পক্ষে রেলওয়ের আর্থিক হিসাব ও উপযোজন হিসাব প্রস্তুত ও সংসদে উপস্থাপনের উদ্দেশ্যে প্রয়োজনীয় কার্য সম্পাদন করা।

৫। মাসিক হিসাবের সংগতি সাধন করণ;

৬। কর্মকর্তা ও কর্মচারিদের EFT এর মাধ্যমে আর্থিক দাবিসমূহ পরিশোধ করা।

৭। অডিট আপত্তি নিষ্পত্তির প্রশ্নে বাংলাদেশ রেলওয়ে,রেলওয়ে অডিট এবং রেল মণ্ত্রণালয়ের মধ্যে সমন্বয়কের ভূমিকা পালন।

৮। বিভিন্ন সংস্থা হতে রেলওয়ের দেনা পাওনা আদায় ও সমন্বয় সাধনে তদারকি করা।

৯। রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারিদের আনুতোষিক ও পেনশন পরিশোধ।

১০। প্রয়োজনীয় ক্ষেত্রে অভ্যন্তরীন নিরীক্ষক এর ভূমিকা পালন করা।

১১। সময়ে সময়ে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন দপ্তরে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা।

১২। রেলওয়ে হিসাব বিভাগের বিভিন্ন সংস্থাপনিক কার্য সম্পাদন।

অফিস প্রধান

মোঃ শরীফুল ইসলাম
অতিরিক্ত মহাপরিচালক (অর্থ), বাংলাদেশ রেলওয়ে
বিস্তারিত

যুগ্ম মহাপরিচালক (অর্থ)

তানভির আক্তার হোসেন খান
যুগ্ম মহাপরিচালক/অর্থ (অঃ দাঃ)
বিস্তারিত