অতিরিক্ত মহাপরিচালক (অর্থ)-এর কার্যালয়

১৬, আব্দুল গণি রোড, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা।

অফিস প্রধান

জনাব মোঃ শরীফুল ইসলাম ২৯ শে জানুয়ারি, ১৯৬৯ সালে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার অন্তগর্ত কামালহাট গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম মোঃ ইদ্রীস আলী এবং মাতার নাম সুফিয়া বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

শিক্ষাজীবনঃ জনাব মোঃ শরীফুল ইসলাম জিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলাস্থ কোলাবাজার উচ্চ বিদ্যালয় হতে ১৯৮৪ সালে মাধ্যমিক, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ হতে ১৯৮৬ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হন । ১৯৮৯ সালে তিনি স্নাতক ( সম্মান) ও ১৯৯০ সালে সফলতার সাথে জাহাঙ্গীরনগর বিশ্বি বিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

চাকুরীজীবনঃ  জনাব মোঃ শরীফুল ইসলাম ১৫তম বিসিএস (অডিট এন্ড একাউন্টস) এর একজন সদস্য হিসেবে ১৫/১১/১৯৯৫ খ্রি: তারিখে সরকারি চাকুরিতে যোগদান করেন। কর্মজীবনে তিনি এরিয়া ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি, যশোর), ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (খুলনা ও রাজশাহী), প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, অতিরিক্ত উপ-মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (পার্সোনাল), অতিরিক্ত হিসাব মহা নিয়ন্ত্রক (প্রশাসন), অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা/পশ্চিম  (রেলওয়ে একাউন্টস), ডেপুটি কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (পদ্ধতি), বৈদেশিক সাহায্য পুষ্ট প্রকল্প অডিট অধিদপ্তরের মহাপরিচালক এর পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। চাকরী জীবনে তিনি পারফরমেন্স অডিট, পাবলিক সেক্টর অডিটিং, ফ্রড অডিট, গভমেন্ট ফাইন্যান্স স্ট্যাটিসটিক্স (জিএফএস), ম্যানেজিং অডিট রেজাল্ট ইত্যাদি বিষয়ে মালয়েশিয়া, সিংগাপুর, ইতালি ও ভারত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন।

গত ২০ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে তিনি বাংলাদেশ রেলওয়েতে অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) পদের দায়িত্ব গ্রহণ করেন।

অফিস প্রধান

মোঃ শরীফুল ইসলাম
অতিরিক্ত মহাপরিচালক (অর্থ), বাংলাদেশ রেলওয়ে
বিস্তারিত

যুগ্ম মহাপরিচালক (অর্থ)

তানভির আক্তার হোসেন খান
যুগ্ম মহাপরিচালক/অর্থ (অঃ দাঃ)
বিস্তারিত